বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত - আজকে আমি আলোচনা করব বরিশাল কেন বিখ্যাত। বরিশাল জেলা অনেক দিয়ে বিখ্যাত। বাংলাদেশে 8 টি বিভাগের মধ্যে 64 টি জেলা রয়েছে সব জেলা কোন না কোন কারনে বিখ্যাত। আজকে আমি আলোচনা করব 64 জেলার মধ্যে বরিশাল কেন বিখ্যাত। তার জন্যে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন দয়া করে।

বরিশাল জেলাটি ১৮০১ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এই জেলা একটি অঞ্চল। আয়তনে বরিশাল জেলাটি প্রায় ২৭৯১ বর্গ কিমি। বরিশাল জেলার পশ্চিমে রয়েছে পিরোজপুর ও গোপালগঞ্জ জেলা, এবং পূর্বে অবস্থিত মেঘনা নদী, লক্ষীপুর ও ভোলা জেলা। বরিশাল এ অসংখ্য নদী রয়েছে। তাই আপনি যদি নদী ভালোবাসেন তাহলে একবার বরিশাল জেলায় ঘুরে আসতে পারেন।
বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত
বরিশাল জেলা নারকেল, চাল, আমড়া জন্য বিখ্যাত। বরিশালকে শস্য ভান্ডার বলা হয়ে থাকে শস্য উৎপাদনের জন্য। আশাকরি আপনারা বুজতে পেরেছেন কেন বরিশাল এত বিখ্যাত। আসলে বরিশাল অনেক দিয়ে বিখ্যাত তার মধ্যে কিছু কারন নিচে উল্লেখ করা হলো।
রিলেটেড পোস্ট;
বরিশাল জেলার বিখ্যাত দর্শনীয় স্থান
নিচে আমি বরিশাল জেলার বিখ্যাত দর্শনীয় স্থান গুলোর নাম আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমি ঘুরে আসতে পারেন এইসব দর্শনীয় স্থানে আপনার অনেক ভালো লাগবে। যদি আপনার দেশের মধ্যে কোথাও ঘুরতে ইচ্ছা করে তাহলে বরিশাল যেতে পারেন। শস্যভাণ্ডার খ্যাত বরিশাল বিভাগ
- শাপলা বিল
- এবাদুল্লাহ মসজিদ
- দুর্গাসাগর দিঘী
- বিবির পুকুর
- বরিশাল বিশ্ববিদ্যালয়
- সংগ্রাম কেল্লা
- গুঠিয়া মসজিদ
- গজনী দীঘি
- মাধবপাশা জমিদার বাড়ি
- শরিফলের দুর্গ
বরিশাল কেন বিখ্যাত
বলা যায় এইসব কারনে বরিশাল অনেক বিখ্যাত। শাপলা বিল এর জন্যে বরিশাল বিখ্যাত। দুর্গাসাগর দিঘী জন্যে বরিশাল বিখ্যাত। এবাদুল্লাহ মসজিদ জন্যে বরিশাল বিখ্যাত। বিবির পুকুর জন্য বরিশাল বিখ্যাত। গজনী দীঘি, মাধবপাশা জমিদার বাড়ি, শরিফলের দুর্গ ইত্যাদি জন্যে বরিশাল বিখ্যাত।
বরিশাল বিভাগের জেলা সমূহ
বরিশাল বিভাগের 6 টি জেলা সমূহ নিচে আলোচনা করা হলো।
- বরিশাল
- বরগুনা
- ভোলা
- ঝালকাঠি
- পটুয়াখালী
- পিরোজপুর
বরিশাল বিভাগের জনসংখ্যা কত
বরিশাল বিভাগের মোট জনসংখ্যা হল ৩,২৮,২৭৮ জন এই তথ্যটি (২০২১ সালের আদমশুমারি অনুযায়ী)।
আশা করি আপনারা জানতে পেরেছেন বরিশাল জেলা কেন বিখ্যাত। বরিশাল কেন বিখ্যাত পোস্টের মধ্যে কোনো ভুল তথ্য থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান।
বিষয়
Info