মাদারীপুর কিসের জন্য বিখ্যাত | মাদারীপুর কেন বিখ্যাত

মাদারীপুর কিসের জন্য বিখ্যাত - আজকে আমি আলোচনা করব মাদারীপুর কেন বিখ্যাত সেই সম্পর্কে। আপনারা যারা জানতে চান মাদারীপুর কিসের জন্য বিখ্যাত  তাহলে পোস্টটি দয়া করে শেষ পর্যন্ত পড়ুন পোস্টের মধ্যে আপনার উত্তর পেয়ে যাবেন।

মাদারীপুর কিসের জন্য বিখ্যাত | মাদারীপুর কেন বিখ্যাত

মাদারীপুর জেলাটি ঢাকা বিভাগের একটি অঞ্চল। বর্তমানে ড. রহিমা খাতুন মাদারীপুর জেলা প্রশাসক। মাদারীপুর মহকুমা রয়েছে ১৮৫৪ এবং ৩টি সংসদীয় আসন রয়েছে। মাদারীপুর আয়তন মোট ১,১৪৪.৯৬ বর্গকিমি এবং ৪৪২.০৭ বর্গমাইল। জনসংখ্যা রয়েছে ১২,১২,১৯৮ (২০১১ সালের তথ্য অনুযায়ী)। সাক্ষরতার হার মোট ৪৮ শতাংশ। মাদারীপুর জেলার শিক্ষার গড় হার ৪৮ শতাংশ। ধান, পাট, গম ইত্যাদি 
প্রধান শস্য মাদারীপুর জেলার এবং রপ্তানী পণ্যপাট ও পাটজাত দ্রব্য , খেজুর গুড়। 

মাদারীপুর কিসের জন্য বিখ্যাত 

মাদারীপুর রসগোল্লার এবং খেজুরের গুড় জন্য বিখ্যাত। শীতকাল আসলেই শুরু হয় খেজুরের গাছ কেটে তৈরি করা গুড় । গাছিরা খেজুর গাছ কেটে উৎপন্ন করে বিভিন্ন ধরনের  গুড তৈরি করে শীতকালে। আপনি শীতকালে পাবেন টাটকা খেজুরের রস এবং এই রস দিয়ে তৈরি করতে পারবেন নানা রকম নাস্তা যেইগুলো খেতে অনেক মজা হয়ে থাকে।

আরো পড়ুন;

মাদারীপুর জেলায় নদী

মাদারীপুর জেলায় নদী রয়েছে মোট 10 টি সেইগুলোর নাম নিচে দেওয়া হলো। 
  • কুমার আপার নদী
  • কুমার লোয়ার নদী
  • বিশারকন্দা-বাগদা নদী
  • টর্কি নদী
  • পদ্মা
  • আড়িয়াল খাঁ নদী
  • পালরদী নদী
  • পালং নদী
  • মাদারীপুর নদী এবং
  • ময়নাকাটা নদী

মাদারীপুরের দর্শনীয় স্থান

প্রিয় পাঠক, এখন আলোচনা করব মাদারীপুরের দর্শনীয় স্থান সম্পর্কে। মাদারীপুরের দর্শনীয় স্থান গুলো অনেক সুন্দর । যারা মাদারীপুরের থাকেন বা অন্য জেলায় বাস করেন তারা চাইলে মাদারীপুরের দর্শনীয় স্থান গুলতে ঘুরে আসতে পারেন অনেক সুন্দর মাদারীপুরের দর্শনীয় স্থান গুলো। আপনি কি জানতে চান মাদারীপুরের দর্শনীয় স্থান গুলোর নাম তাহলে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। 

মাদারীপুর জেলার ১৬টি দর্শনীয় স্থান

  • চরমুগরিয়া ( চরমুগুরিয়ার বিশেষত্ব হলো এখানকার বানর)
  • মাদারিপুর শকুনী দিঘি
  • রাজারাম মন্দির
  • হাজরাপুর দরবার শরীফ
  • শাহ মাদার (রঃ) দরগাহ শরীফ
  • প্রণবানন্দের মন্দির
  • মঠের বাজার মঠ
  • সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি
  • কুলপদ্দি জমিদার বাড়ি
  • আউলিয়াপুর নীলকুঠি
  • সেনাপতির দিঘি
  • ঝাউদি গিড়ি
  • পর্বত বাগান
  • ঐতিহ্যবাহী শকুনী দীঘি
  • আউলিয়াপুর নীলকুঠ
  • কুলপদ্মী জমিদার বাড়ি
আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে মাদারীপুর জেলার ১৬টি দর্শনীয় স্থানে ঘুরে আসতে পারেন অনেক ভালো লাগবে।

আশাকরি মাদারীপুর কিসের জন্য বিখ্যাত এই পোস্টটি আপনাদের উপকার হয়েছে। পোস্টের মধ্যে কোনো ভুল তথ্য থাকলে সরাসরি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। 

Md Abdullah

HI, my name is Abdullah All Sifat. I am a student. I love to write articles and I love this technology world. About Us

Post a Comment

Previous Post Next Post