খরগোশ এর দাম কত - খরগোশ কর্ডাটা পর্বের প্রাণী এবং স্তন্যপায়ী প্রাণী। খরগোশ এর আরেক নাম শশক। খরগোশ সব সময় ঠাণ্ডা স্থানে থাকতে ভালোবাসে। খরগোশের লেজ ছোট হয়ে থাকে এবং কান লম্বা হয়ে থাকে।

বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে প্রথম খরগোশ পালন শুরু হয় ১৯৯৮ সাল থেকে। পৃথিবীতে মোট ৩০৫ প্রজাতির খরগোশ রয়েছে তার মধ্যে আমি আজকে আলোচনা করেছি বাংলাদেশে কিছু সাধারন প্রজাতির খরগোশের দাম।
খরগোশ এর খাবার ঘাস, গম, গাজর, ইত্যাদি। খরগোশ কে ইংলিশে বলে থাকে Rabbit। খরগোশ খাওয়া যায়।
আরো পড়ুন; ঢাকা কিসের জন্য বিখ্যাত
বাংলাদেশে খরগোশের দাম কত
এখন আমি আলোচনা করব খরগোশ এর দাম কত সেই সম্পর্কে। আমি আগে বলে রাখি আমি নিচে সামান্য কিছু খরগোশের দাম সম্পর্কে আলোচনা করেছি। যেইগুলো আপনাদের কাজে না আসতে পারে। তবে আমি এমন দুইটি সাইটের নাম এই পোস্টে উল্লেখ করেছি বা আলোচনা করেছি যেই সাইট গুলো থেকে আপনি হাজার হাজার খরগোশ কিনতে পারবেন এবং দাম জানতে পারবেন। তাই আপনি এই ওয়েবসাইটে গুলো ভিজিট করুন এবং দেখে নিয়ম হাজার হাজার খরগোশের দাম। সাধারণত প্রজাতির উপর নির্ভর করে খরগোশের দাম কত।

Angora Rabbit | খরগোশ এর দাম কত
Angora খরগোশ এর দাম ৪০০০ থেকে ৬০০০ টাকা। Angora Rabbit Price In Bangladesh 4k - 6k Tk.
Angora খরগোশ এই প্রজাতির খরগোশের লোম বেশি বড় হয়ে থাকে। Angora খরগোশ অনেক সুন্দর আর এই প্রজাতির খরগোশ বেশি সুন্দর হওয়ার কারন তাদের বেশি লোম থাকার কারণে।
Angora খরগোশ এই প্রজাতির খরগোশ গুলো ১০ থেকে ১২ বছর বেচে থাকতে পারে। Angora খরগোশ গুলো ১ কেজি থেকে ২ কেজি পর্যন্ত হয়ে থাকে।
- মূল্য - ৪০০০ - ৬০০০ টাকা।
- ওজন - ১ - ২ কেজি।
- আয়ুকাল - ১০ - ১২ বছর।
আরো পড়ুন; বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত
Lion Head Rabbit | খরগোশ এর দাম কত
লায়ন হেড খরগোশ এর দাম ১০ হাজার থেকে ২০ হাজার টাকা। Lion Head Rabbit Price In Bangladesh 10k - 20k Tk.
লায়ন হেড খরগোশ এই প্রজাতির খরগোশ গুলো দেখতে অনেকটা সিংহের মতো। Lion Head Rabbit এই প্রজাতির খরগোশের মাথায় সিংহের মাথার মতো লোম থাকে তাই এর নাম দেওয়া হয় Lion Head Rabbit বাংলাতে বলা যায় সিংহের মাথা ( খরগোশ )।
Lion Head Rabbit এই খরগোশ এর ওজন ১-১.৫ কেজি হয়ে থাকে এই প্রজাতির খরগোশ গুলো ৮ থেকে ১০ বছর বেচেঁ থাকতে পারে।
- মূল্য - ১০০০০ - ২০০০০ টাকা।
- ওজন - ১ - ১.৫ কেজি।
- আয়ুকাল - ৮ - ১০ বছর।
Holland Lop Rabbit | খরগোশ এর দাম কত
হল্যান্ড লপ খরগোশ এর দাম ২ হাজার থেকে ৫ হাজার টাকা। Holland Lop Rabbit Price In Bangladesh 2000-5000 Tk.
Holland Lop Rabbit এই প্রজাতির খরগোশ গুলোর কান অনেক বড় হয়ে থাকে যেটা দেখতে হয় ছাগলের কানের মতো। Holland Lop Rabbit এই প্রজাতির খরগোশ এর কোন ঝুলে থাকে ছাগলের কানের মতো।
Holland Lop Rabbit এই প্রজাতির খরগোশ গুলো 1 - 2 কেজি মতো হয়ে থাকে। Holland Lop Rabbit এই খরগোশ গুলো ওজন বেশি হলে 2 কেজি। Holland Lop Rabbit প্রজাতির খরগোশ গুলো 8 বছর থেকে 10 বছর বেছে থাকতে পারে। Holland Lop Rabbit এই খরগোশ গুলোর দাম মাত্র ২ হাজার টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা মতো।
- মূল্য - ২০০০ - ৫০০০ টাকা।
- ওজন - ১ - ২ কেজি।
- আয়ুকাল - ৮ - ১০ বছর।
Harlequin Rabbit | খরগোশ এর দাম কত
হারলেকুইন খরগোশ এর দাম ২০০০ - ৫০০০ টাকা। Harlequin Rabbit Price In Bangladesh 2000 - 5000 TK.
হারলেকুইন খরগোশ এই প্রজাতির খরগোশ গুলোর লোম ছোট হয়ে থাকে। Harlequin Rabbit এই জাতির খরগোশ গুলো অনেক রঙের হয়ে থাকে তবে সাদা রঙের খরগোশ গুলো সবচেয়ে বেশি সুন্দর হয়ে থাকে।
হারলেকুইন খরগোশ এই প্রজাতির খরগোশ গুলো ৭ বছর থেকে ১০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। Harlequin Rabbit এই জাতির খরগোশ গুলো ১.৫ কেজি থেকে শুরু করে ৩ কেজি মতো হয়ে থাকে। হারলেকুইন খরগোশ দাম ২ হাজার থেকে থেকে ৫ হাজার টাকা।
- মূল্য - ২০০০ - ৫০০০ টাকা।
- ওজন - ১.৫ - ৩ কেজি।
- আয়ুকাল - ৭ - ১০ বছর।
Dwarf Rabbit | খরগোশ এর দাম কত
বামন খরগোশ এর দাম ৩০০০ - ৬০০০ টাকা। Dwarf Rabbit Price In Bangladesh 3000 - 6000 Tk.
Dwarf Rabbit এই জাতির খরগোশ গুলো মাথা গোল হয়ে থাকে। এইসব গোল মাথার খরগোশ অনেক সুন্দর হয়ে থাকে।
বামন খরগোশ এই প্রজাতির খরগোশ গুলো ২ কেজি থেকে শুরু করে ৩ কেজি হয়ে থাকে। বামন খরগোশ সাধারনত সাদা কালার হয়ে থাকে যেটি দেখতে অনেক সুন্দর লাগে। 8 থেকে 10 বছর বেঁচে থাকতে পারে বামন খরগোশ গুলো। বামন খরগোশ দাম ৩ হাজার টাকা থেকে শুরু করে ৬ হাজার টাকা।
- মূল্য - ৩০০০ - ৬০০০ টাকা।
- ওজন - ২ - ৩ কেজি।
- আয়ুকাল - ৮ - ১০ বছর।
Polish Rabbit | খরগোশ এর দাম কত
পোলিশ খরগোশ এর দাম ৫০০ - ৩০০০ টাকা। Polish Rabbit Price In Bangladesh 500 - 3000 Tk.
পোলিশ এই প্রজাতির খরগোশ গুলো সাদা হয়ে থাকে তবে এই খরগোশ গুলো চোখ কালো এবং লাল বর্ণের হয়ে থাকে তাই এইসব জাতির খরগোশ গুলো আমার অনেক সুন্দর লাগে। এই খরগোশ গুলোর মাথা অনেক টা চিখন হয়ে থাকে।
Polish Rabbit এই খরগোশ গুলো ওজন 1 - 2 কেজি হয়ে থাকে। এরা ১০ থেকে ১২ বছর বেঁচে থাকতে পারে। পোলিশ খরগোশ দাম ৫ শত থেকে শুরু করে ৩ হাজার টাকা মতো হয়ে থাকে।
- মূল্য - ৫০০ - ৩০০০ টাকা।
- ওজন - ১ - ২ কেজি।
- আয়ুকাল - ১০ - ১২ বছর।
Mini Lop Rabbit | খরগোশ এর দাম
মিনি লোপ খরগোশ এর দাম ৫০০ - ২০০০ টাকা। Mini Lop Rabbit Price In Bangladesh 500 - 2000 Tk.
মিনি লোপ এই প্রজাতির খরগোশ গুলো বিভিন্ন রঙের হয়ে থাকে। যেমন; কালো রঙের, সাদা রঙের, ইত্যাদি।
Mini Lop Rabbit এই খরগোশ গুলো ৮ বছর থেকে ১০ বছর বেচেঁ থাকতে পারে। Mini Lop Rabbit এই খরগোশ গুলো ওজন ১ কেজির মত হয়ে থাকে। মিনি লোপ খরগোশ দাম ৫ হাজার থেকে শুরু করে ২ হাজার টাকা হয়ে থাকে।
- মূল্য - ৫০০ - ২০০০ টাকা।
- ওজন - ১ কেজি।
- আয়ুকাল - ৮ - ১০ বছর।

বাচ্চা খরগোস দাম কত ?
অনেকে প্রশ্ন করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাই বাচ্চা খরগোস দাম বা ছোট খরগোশ এর দাম কত? তাদের জন্যে আজকের উত্তর✓
বাচ্চা খরগোস দাম ২০০ - ১০০০ টাকা। এক জোড়া ছোট খরগোশ বা বাচ্চা খরগোশ এর দাম 500 থেকে শুরু করে 1000 টাকা মতো হয়ে থাকে।
বাচ্চা খরগোশ এর দাম ১২০-১৫০ টাকা ( ১ মাস বয়স )।
বাচ্চা খরগোশ এর দাম ২০০-২৫০ টাকা ( ২-৩ মাস বয়স )।
বাচ্চা খরগোশ এর দাম ৫০০-৬০০ টাকা ( ৩-৪ মাস বয়স )।
আরো পড়ুন; আমেরিকার জনসংখ্যা কত 2022
খরগোশ এর খাবার
খরগোশ বেশির ভাগই ছোট ছোট খাবার খেয়ে থাকে অনেক টা ছাগলের মতো। খরগোশ অনেক কিছু খেয়ে থাকে যেমন;
- ঘাস
- খরকুটা
- গম
- গাজর
- মূলা মিষ্টি
- আলু ছোলা
- সয়াবিন
- বার্লি জাতীয় খাবার
খরগোশ বেশির ভাগই বার্লি জাতীয় খাবার এবং গাজর খেয়ে থাকে।
আরো পড়ুন; চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত
অনলাইনে খরগোশ কেনার উপায়
আপনি যদি খরগোশ লালন পালন করতে ভালোবাসেন তাহলে আপনি অনলাইন থেকে সুন্দর সুন্দর খরগোশ কিনতে পারেন। অনলাইনে থেকে আপনি বিভিন্ন রঙের বিভিন্ন প্রজাতির খরগোশ কিনতে পারবেন। অনলাইনে অনেক ওয়েবসাইটে থেকে আপনি খরগোশ কিনতে পারবেন। অনলাইনে খরগোশ কেন বেচা করে এমন কয়েকটি ওয়েবসাইটের নাম আমি নিচে উল্লেখ করেছি।
- banglastall.com
- bikroy.com
বর্তমানে এই দুটি ওয়েবসাইটে সাহায্যে আপনি ঘরে বসে খরগোশ কিনতে পারবেন। তবে এইসব ওয়েবসাইট মালিকদের মোবাইল নম্বর দেওয়া আছে। আপনি যদি সরাসরি মালিকের সাথে কথা বলে খরগোশ কিনতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি নম্বর দিয়ে দিব।
আশা করি আজকের এই পোস্টটি অনেক উপকারী একটি পোস্ট ছিল। খরগোশের দাম কত এই পোস্টের মধ্যে কোনো ভুল তথ্য থাকলে নিচে কমেন্ট করে জানাবেন। আপনার মন থেকে ইচ্ছা করলে বাংলাদেশে খরগোশের দাম কত এই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন।
বিষয়
Pet