Toke Chara lyrics | তোকে ছাড়া লিরিক্স - গানটি গেয়েছেন অভ্রাল সাহির ও কোনাল এই গানটি একটি নাটকের জন্যে গাওয়া হয়েছে এই নাটকটির নাম প্রিয় ভালোবাসা। Toke Chara গানটি প্রকাশ করা হয়েছে 19 জুলাই, 2022। Dear Love .. নতুন নতুন গানের লিরিক্স পেতে এই ওয়েবসাইটে সাথে থাকুন।

তোকে ছাড়া গানের কথা
গানঃ Toke Chara | তোকে ছাড়া
গায়কঃ অভ্রাল সাহির ও কোনাল
গীতিকারঃ এম এ আলম শুভ
সুরঃ আভ্রাল সাহির
সঙ্গীতঃ আভ্রাল সাহির
নাটক: প্রিয় ভালোবাসা
লেবেল: সিডি চয়েস
অভিনয়েঃ মুশফিক আর ফারহান ও তানজিন তিশা
পরিচালকঃ মাহমুদ মাহিন
পাবলিসিটি ডিজাইনঃ মাসুম বিল্লাহ
তোকে ছাড়া গানের লিরিক্স
অবুজ এই মন কেন জানি না
তর কাছে পরে থাকে
আমি ছাড়া কেউ বুঝেনা
কী যে মায়া তর ডাকে
তকে ছাড়া কাটেনা একটা দিন
কাটে না সময়
লাগে যে কঠিন
অ......সুর
শুনতে পেলাম মনের কথা
লুকিয়ে তকে দেখা
চাওয়া পাওয়ারা একা একা
গুনতে এলাম আমার ভুল
বুঝিয়ে দেব সবটা ফুল
তুই আমার ভালবাসা
তকে ছাড়া কাটেনা একটা দিন
কাটে না সময়
লাগে যে কঠিন
অ....সুর
You are my Love
Dear Love
চলতে গিয়ে তর সাথে
থামব না মাঝ পথে
আদরে চাই তকে মাখাতে
তকে দেখে মনটা হাসে
তুই ছড়াস সব ফেকাসে
ভালবেসে আয় গল্প শেখাতে
তকে ছাড়া কাটেনা একটা দিন
কাটে না সময়
লাগে যে কঠিন
অ....সুর

Dear Love, Toke Chara lyrics, তোকে ছাড়া লিরিক্স, Toke Chara Full Song Downlaod, Toke Chara Mp3 Download, Toke Chara Song.
বিষয়
Bangla Song Lyrics